বাংলা নিউজ > দেখতেই হবে > Video: 'মা জন্ম দেন, গুরু জীবন দেন', জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলোচনাচক্রে বার্তা মোদীর

Video: 'মা জন্ম দেন, গুরু জীবন দেন', জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলোচনাচক্রে বার্তা মোদীর

'মা জন্ম দেন, গুরু জীবন দেন', এই বার্তা দিয়েই শিক্ষক দিবস ঘিরে এক আলাপচারিতায় বক্তব্য রাখেন মোদী। সদ্য 'জতীয় শিক্ষক পুরস্কার' বিজয়ী শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় দেখা যায় মোদীকে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক শিক্ষিকারা নানাবিধ বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গ ওঠে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের। প্রসঙ্গে আসে, জিনিসপত্র 'পুনর্ব্যবহার' সংক্রান্ত বিষয়ের। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষকেরই 'অন্তরের পড়ুয়াটিকে কখনও মরতে দেওয়া যাবে না'। এছাড়াও তিনি তুলে ধরেন সময়ের সদ্ব্যাবহারের প্রসঙ্গও।