বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: রাশিয়ায় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত নরেন্দ্র মোদী, কিছু দৃশ্য় একনজরে
Updated: 09 Jul 2024, 10:23 PM IST
Sritama Mitra
রাশিয়ায় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম মোদী রাশিয়া সফরে গিয়েছিলেন। দু'দিনের রাশিয়া সফর শেষ করে, মোদী রওনা হন অস্ট্রিয়ার উদ্দেশে। তার আগে রাশিয়ায়, ক্রেমলিনের অন্দরে অ্যান্ড্রিউ হল-এ রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।