বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video: দিল্লিতে 'নমো ভারত' ট্রেনে যাত্রা মোদীর, আড্ডা চলল স্কুলের কচিকাচাদের সঙ্গে
Updated: 05 Jan 2025, 09:00 PM IST
Laxmishree Banerjee
জানা গিয়েছে, প্রায় ৪,৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাহিবাদ এবং নিউ অশোক নগরের মধ্যে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট 'নমো ভারত' করিডোরের ১৩ কিলোমিটার দীর্ঘ অংশের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। দিল্লি এই প্রথম 'নমো ভারত' ট্রেন পাবে। এ প্রসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন যে দিল্লিতে ভ্রমণকে আরও সুবিধাজনক করতে এবং আঞ্চলিক সংযোগ বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। বলা বাহুল্য, এটি ভ্রমণের সময় এক-তৃতীয়াংশ কমিয়ে দেবে, যাতে যাত্রীরা মাত্র ৪০ মিনিটে নিউ অশোক নগর থেকে মিরাট দক্ষিণে যেতে সক্ষম হবেন।