Updated: 03 Dec 2023, 08:57 PM IST
Sritama Mitra
৪ রাজ্যের বিধানসভার ফলাফল ঘোষণা হতেই সকাল থেকেই দেশের নানান প্রান্তে বিজেপির দফতরে উৎসবের আসর। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিজেপি দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে। এরপর দিল্লিতে সন্ধ্যেয়ে বিজেপির হেডকোয়ার্টার থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, দেশে সবচেয়ে বড় জাতি হল ৪ টি। মোদী বলেন, আর তা হল নারী শক্তি, মহিলা শক্তি, আমাদের কৃষকরা আর আমাদের গরিব পরিবারগুলি। তিনি বলেন, এই জাতিকে শক্তিশালী করলেই দেশ শক্তিশালী হবে।