বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: '...ওহাঁ সে মোদী কি গ্যারান্টি শুরু হোতি হ্যায়', ঝোড়ো বার্তা মোদীর
Updated: 03 Dec 2023, 09:15 PM IST
Sritama Mitra
বছর পার করলেই লোকসভা ভোট। তার আগে কার্যত পার্টিগুলির কাছে লিটমাস টেস্ট ছিল বছরের শেষলগ্নের ৫ রাজ্যে বিধানসভা ভোট। রবিবার ৪ রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে। আর ৪ টি রাজ্যের মধ্যে ৩ টিতে বিজেপির জয় হয়েছে। রাজস্থান, ছত্তিশগড়ে সরকার গড়তে চলেছে পদ্ম শিবির। মধ্যপ্রদেশে ফের আসছে বিজেপি। এই পরিস্থিতিতে কার্যত ২০২৪ লোকসভা ভোটের 'টিউন সেট' করে দিলেন মোদী। আজ দিল্লির বিজেপি হেডকোয়ার্টার থেকে ভাষণে মোদী বলেন, 'যেখানে অপরের থেকে প্রত্যাশা কমে যায়, সেখান থেকে শুরু হয় মোদীর গ্যারান্টি'।