বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: '১৭ দিন কম কথা নয়, আপনারা সাহস দেখিয়েছেন', উত্তরাখণ্ডে উদ্ধার হওয়া শ্রমিকদের ফোনে বার্তা মোদীর
Updated: 29 Nov 2023, 09:11 PM IST
Sritama Mitra
উত্তরাখণ্ডের টানেলে কঠিন পরিস্থিতিতে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। ভেঙে পড়েছিল টানেলের একাংশ। এরপর যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধারে নামে প্রশাসন। উদ্ধারকারী দলের অতিমানবিক চেষ্টায় সফল হয় সব উদ্যোগ। সেই ৪১ জন শ্রমিক নিরাপদে উদ্ধার হয়েছেন। তাঁদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। শ্রমিকদের সাহসের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁরাও নিজেদের মনের কথা জানালেন। জানালেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা সেখানে একসঙ্গে কীভাবে ছিলেন। একত্রিত থাকার সেই মুহূর্তের কথা জানালেন তাঁরা।