বাংলা নিউজ > দেখতেই হবে > Video: জন্মদিনে একগুচ্ছ কর্মসূচিতে মোদী! যশভূমি উদ্বোধনের আগে কিছু দৃশ্য একনজরে

Video: জন্মদিনে একগুচ্ছ কর্মসূচিতে মোদী! যশভূমি উদ্বোধনের আগে কিছু দৃশ্য একনজরে

 আজ ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৩ তম জন্মদিনে প্রধানমন্ত্রী একগুচ্ছ কর্মসূচিতে দিনভর ব্যস্ত থাকছেন। এদিন দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টরের উদ্বোধনের কর্মসূচিতে ব্যস্ত। তারই সঙ্গে দিল্লির এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইন সম্প্রসারিত হয়ে তা যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর সেই মেট্রো লাইন ধরে আজ সফর করলেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছলেন মোদী।