বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ওয়েনাড়ে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে দক্ষিণী সুপারস্টার মোহনলাল! কেন পরলেন সেনার উর্দি?
Updated: 03 Aug 2024, 10:21 PM IST
Sayani Rana
মঙ্গলবার ভূমিধসের কারণে বিপর্যস্ত কেরলের ওয়েনাদ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোর এবং বিমানবাহিনীর সদস্যরা হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। মঙ্গলবার ওয়েনাদের মেপ্পাদি, মুন্দাকাল টাউন ও চুরালমালায় তিন দফা ভূমিধস হয়। সেতু ধসে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয় সড়কপথও। অন্যান্য জেলার সঙ্গে অঞ্চলটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর আজ সেই অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও প্রযোজক মোহনলাল বিশ্বনাথন নায়ার। তিনি সেনা ঘাঁটিগুলোতে গিয়ে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত জওয়ানদের সঙ্গে দেখা করেন। তাঁর পরনে ছিল সেনাদের মতোই পোশাক। কিন্তু উর্দি কেন তাঁর পরনে জানেন? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।