বাংলা নিউজ >
দেখতেই হবে >
Shahid Brijesh Thapa: বাংলায় এল শহিদ ব্রিজেশের কফিনবন্দি দেহ! মা বলছেন, 'আরও এক পুত্র থাকলেও সেনায় পাঠাতাম'
Updated: 17 Jul 2024, 10:19 PM IST
Sritama Mitra
জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে শহিদ হয়েছেন ব্রিজেশ থাপা। এদিন তাঁর কফিনবন্দি দেহ আসে দার্জিলিংএ। পরিবারে ব্রিজেশকে নিয়ে তিন প্রজন্ম রয়েছে সেনায়। ব্রিজেশকে এদিন ব্যাঙডুবি সেনাবাহিনীর ছাউনিতে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন, দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্তা, জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপারা। উপস্থিত ছিল ব্রিজেশের পরিবার। পুত্রহারা ব্রিজেশের মা বলছেন, আরও এক পুত্র থাকলেও তাঁকে তিনি সেনায় যোগ দিতে পাঠাতেন।