Video: রাস্তা কতটা নিরাপদ আগে যাচাই করল 'বাঘিনী মা', পিছু পিছু এলো ছোট্ট শাবকরা
Updated: 22 Jan 2023, 10:32 PM ISTমা যেদিকে, শাবকরাও সেদিকেই! এই ছবি এমনই এক দৃশ্যকে তুলে ধরল। সোশ্যাল মিডিয়ায় পেশ হওয়া এই ভিডিয়ো আপাতত ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, নাগারহোল অভয়ারণ্যের ছবি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক বাঘিনী প্রথমে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। তারপর পিছনে হাঁটছে শাবকরা। টুইটারে এই ছবি দিয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন বাঘিনীকে নিয়ে। মা কীভাবে তার সন্তানের জন্য নিরাপত্তা নিশ্চিত করে... তার দৃশ্য এই ছবি। এমনই বার্তা দিয়ে উঠে এসেছে এই ভিডিয়ো সম্পর্কিত টুইট।