Updated: 12 Dec 2024, 09:26 PM IST
Laxmishree Banerjee
শীতে ক্রমশ কাবু হয়ে পড়ছে উত্তর ভারত। বেশ কয়েক এলাকায় তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। রাজস্থানের হিল স্টেশন, মাউন্ট আবুতে, হিমাঙ্কের নিছে নেমে গিয়েছে পারদ। বেশ কিছু এলাকা দেখে মনে হচ্ছে যেন বরফের পাতলা চাদরে মুড়ে রয়েছে মাউন্ট আবু। ওদিকে, ১২ ডিসেম্বর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় শ্রীনগরে তুষারপাত অব্যাহত রয়েছে। আইএমডি অনুসারে, সর্বোচ্চ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা -১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, তুষারপাতের পালে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা যেমন কুপওয়ারা, সোপোর এবং সোনামার্গের স্বর্গীয় দৃশ্য উপলব্ধি করেছেন পর্যটকরা।