শুক্রবার মু্ক্তি পেল রানি মুখোপাধ্যায়ের মর্দানি ট... more
শুক্রবার মু্ক্তি পেল রানি মুখোপাধ্যায়ের মর্দানি টু। এই ছবি আপনাকে ভীতর থেকে নাড়িয়ে দেবে। কখনও কখনও সিনেমাহলের সিটে বসে আপনি অস্বস্তিও বোধ করবেন। কিন্তু আজকের দিনের অত্যন্ত সময়োপযোগী ছবি মর্দানি টু। পরিচালক গোপি পুতরানের এই ছবিতে দুঁদে পুলিশ অফিসার শিবানি শিবাজি রাওয়ের চরিত্রে ফিরেছেন রানি। ভারতের মাটিতে প্রতিদিন নারীদের বিরুদ্ধে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলছে তারই জ্বলন্ত চিত্র ফুটে ওঠেছে এই ছবিতে।হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড থেকে নির্ভয়া মামলার চূড়ান্ত বিচার যখন সংবাদ শিরোনামে সেই সময় মর্দানি টু-র মুক্তি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিকৃতমনস্ক ধর্ষক ও সিরিয়াল কিলারকে ধরতে ব্যতিব্যস্ত পুলিশের মরণপণ লড়াইয়ের কাহিনি এই ছবি।এই ছবি কোমল হৃদয়ের মানুষদের জন্য অবশ্যই নয়। রূপোলি পর্দায় যারা শুধুই বিনোদনমূলক ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ছবি তৈরি হয় নি। তবে এই ধরণের গল্প বলার প্রয়োজন। এই বিষয় নিয়ে আরও ছবি তৈরির প্রয়োজন নিঃসন্দেহে রয়েছে।