রিং আনল পোষ্য, নাচলেন আম্বানিরা, অনন্ত-রাধিকার এনগেজমেন্টের খণ্ডচিত্র Updated: 20 Jan 2023, 07:13 PM IST লেখক Subhasmita Kanji মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বাগদান পর্ব সম্পন্ন হল। তাঁদের বাগদানের অনুষ্ঠানে বড় চমক ছিল অন্য কেউ একজন। কে বলুন তো তিনি? উত্তর দেখুন ভিডিয়োতে।