বাংলা নিউজ >
দেখতেই হবে >
Nabanna Abhijan:'মারুক.. আমায় মারুক…যাব না, মা বাবার সঙ্গেই থাকব', নবান্ন অভিযান থেকে গর্জে উঠল এই একরত্তি মেয়ে
Updated: 27 Aug 2024, 05:10 PM IST
Sritama Mitra
মঙ্গলবার নবান্ন অভিযানের মধ্যে দেখা যায় এই স্কুল পড়ুয়ার বক্তব্য। দৃপ্ত কণ্ঠে নিজের বক্তব্য পেশ করে এই ছোট্ট নাবালিকা প্রতিবাদ ছেড়ে যেতে চায়নি। পুলিশ তাকে বোঝাতে এলে, পুলিশের সামনে সে সাফ বলে,'আমি যাব না, মা বাবার সঙ্গেই থাকব...।… মারুক.. আমায় মারুক।' আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এদিন 'নবান্ন অভিযান' ঘিরে শহরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদীরা রাস্তায় নামতেই উত্তেজনার ছবি দেখা যায়। বহু জায়গায় পুলিশ সরে যেতে বলে প্রতিবাদীদের। তারপরও এগোতে থাকেন প্রতিবাদীরা। তারই মধ্যে উঠে আসে এই দৃশ্য।