বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi's message to a little boy: 'বেটা.. হাত নিচে করো...' জনসভার মঞ্চ থেকে স্নেহের সুরে কাকে বললেন মোদী?
Updated: 11 Feb 2024, 07:43 PM IST
Sritama Mitra
রবিবার মধ্যপ্রদেশে এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ৭৫৫০ কোটির প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই সভাতেই বক্তব্য রাখছিলেন মোদী। আর মোদীর বক্তব্য রাখার সময়ই দেখা যায় এই দৃশ্য। দর্শকদের ভিড়ের মধ্যে এক ছোট্ট শিশু মোদীকে দেখে হাত নাড়াচ্ছিল। তা মঞ্চ থেকে দেখতে পান মোদী। তখনই সেই শিশুর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'বেটা.... হাত ব্যথা করবে। হাত নামিয়ে নাও।' ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন।