বাংলা নিউজ > দেখতেই হবে > Video: দেশের নৌসেনার শক্তিতে ইতিহাস গড়ে 'আইএনএস বিক্রান্ত' এর 'কমিশন' মোদীর হাত ধরে

Video: দেশের নৌসেনার শক্তিতে ইতিহাস গড়ে 'আইএনএস বিক্রান্ত' এর 'কমিশন' মোদীর হাত ধরে

ভারতে প্রথম দেশীয়ভাবে নির্মিত বিমানবাহী রণতরী 'আই... more

ভারতে প্রথম দেশীয়ভাবে নির্মিত বিমানবাহী রণতরী 'আইএনএস বিক্রান্ত'। এই বিমান বহনকারী রণতরী এদিন 'কমিশন' হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আইএসি বিক্রান্তের এই নয়া সফরের শুরুর দিনে মোদী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন। উল্লেখ্য, এই রণতরী অন্যতম বৃহত্তম রণতরী হিসাবে পরিচিতি পেয়েছে। ভারতের নৌসেনার ইতিহাসে জায়গা করে নিয়েছে এই বিভিন্নতা সম্পন্ন রণতরী। এদিন কেরলের কোচিতে নতুন যাত্রা শুরু করে 'আইএনএস বিক্রান্ত'। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন : https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন : https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন : https://www.instagram.com/htbangla/?hl=en #indiannavy #NarendraModi #insvikrant