বাংলা নিউজ >
দেখতেই হবে >
ডেনমার্কের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদী! দুইপক্ষের আলোচনায় উঠল ওড়িশার পটচিত্র প্রসঙ্গও
Updated: 03 May 2022, 11:02 PM IST
লেখক Sritama Mitra
- ডেনমার্কের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেনের সঙ্গে এদিন তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ডেনমার্কের প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানে দুই রাষ্ট্রনেতাকে আলোচনা করতে দেখা যায়। উল্লেখ্য, শেষবার ভারতের তরফ থেকে পাওয়া উপহার ওড়িশার পটচিত্রকে বাসভবনে সাজিয়েছেন ফ্রেডেরিকসেন। সেই ছবিও এদিন প্রধানমন্ত্রী মোদীকে দেখান ডেনমার্কের প্রধানমন্ত্রী। এছাড়াও দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে এদিন দ্বিপাক্ষিক আলোচনায় বসেন দুই রাষ্ট্রনেতা। দু'পক্ষের মধ্যে 'গ্রিন স্ট্র্যাটেজিক' পার্টনারশিপ নিয়েও চলে আলোচনা।