বাংলা নিউজ > দেখতেই হবে > Video: সনাতন ধর্ম-মন্তব্য বিতর্কে মুখ খুললেন মোদী! বললেন 'INDIA জোট সনাতন পরম্পরাকে সমাপ্ত করতে চায়'

Video: সনাতন ধর্ম-মন্তব্য বিতর্কে মুখ খুললেন মোদী! বললেন 'INDIA জোট সনাতন পরম্পরাকে সমাপ্ত করতে চায়'

সনাতন ধর্ম নিয়ে মন্তব্য বিতর্কে শেষমেশ মুখ খুললেন মোদী। সদ্য DMKএর উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে একটি মন্তব্য করেন। উল্লেখ্য, DMK বর্তমানে রয়েছে বিরোধী INDIA জোটে। সেই জোটকেই এদিন টার্গেটে নেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, INDIA জোট সনাতন পরম্পরাকে সমাপ্ত করতে চায়। তিনি নিজের বক্তব্যে স্বামী বিবেকানন্দ থেকে লোকমান্য তিলকের প্রসঙ্গ উত্থাপন করেন। মোদী বলেন, 'বিরোধীরা মিলে মিশে সনাতনকে খণ্ড করতে চান।' তিনি 'সতর্ক থাকা' নিয়েও দেন বার্তা। তিনি বলেন, সংঘবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে।