চারদিন সামরিক হাসপাতালে থাকার পর হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। মাঝে অবস্থা বিগড়েছিল, এখনও পুরোপুরি সুস্থ নন, কিন্তু তাতেও নির্বিকার মার্কিন রাষ্ট্রপতি।
সিঁড়ি দিয়ে হেঁটে নিজের ঘরে যাওয়ার পথে মেরিন ওয়ানকে স্যালুট করলেন। তারপর বললেন যে করোনাকে ভয় পাওয়ার দরকার নেই, আপনাকে দমিয়ে রাখতে দেবেন না এই ভাইরাসকে। মার্কিন নাগরিকদের আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন যে দেশে সেরা চিকিৎসার ব্যবস্থা ও ওষুধ আছে মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য। প্রসঙ্গত আমেরিকায় করোনায় দুই লাখের ওপর মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।