বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > সিবিএসই বোর্ডের সিলেবাসে নিট, সামলাতে না পেরে ভবিষ্যতের চিকিৎসকরা আত্মহত্যা করছে, অভিযোগ ডিএমকের

সিবিএসই বোর্ডের সিলেবাসে নিট, সামলাতে না পেরে ভবিষ্যতের চিকিৎসকরা আত্মহত্যা করছে, অভিযোগ ডিএমকের

সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট নিয়ে বাদল অধিবেশনের প্রথম দিন সংসদে তীব্র প্রতিবাদ করলেন ডিএমকে সদস্যরা। ডিএমকের টি আর বালু বলেন যে নিটের প্রশ্নপত্র সিবিএসই বোর্ডের সিলেবাস ধরে বানানো হয়।  রাজ্য বোর্ড থেকে যারা  উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন, সেই পড়ুয়ারা খুব অসুবিধায় পড়েন নিট পরীক্ষার চাপ সহ্য করতে গিয়ে বলে জানান বালু। তিনি বলেন এই সিলেবাসের চক্করে আত্মহত্যা করেছেন ১২ জন পডুয়া। 

অন্যদিকে চেন্নাইয়ে ডিএমকে বিধানসভায় নিটের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। প্রায় ৮৫-৯০ শতাংশ পড়ুয়া নিট পরীক্ষা দিয়েছেন রবিবার।