মহাকাশে স্পেস-এক্স এর নভোচরদের সঙ্গে যোগোযোগ স্থাপন করেছিলেন বলে দাবি করেছেন আমদাবাদের এক কমপিউটার ইঞ্জিনিয়ারিং। তিনি হ্যাম অর্থাত অ্যামেচার রেডিওর বিষয়ে উত্সাহী। সেরকম ভাবেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে কানেক্ট করতে গিয়ে স্পেস এক্স ড্র্যাগন মহাকাশযানের নভোচরদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। দাবি করেছেন আমদাবাদ নিবাসী অধীর সৈয়ধ।
অধীরের কথায় তিনি যোগোযাগ করার চেষ্টা করলে পালটা উত্তর পেয়েছেন তিনি। পুরোটা একটি ভিডিও কলের মতো ছিল। রবিবার সফল ভাবে যাত্রা শুরু করেছেন এই নভোচারীরা। এই প্রথমবার বেসরকারি উদ্যোগে মহাকাশে গেল মানুষ। দেখুন পুরো সাক্ষাত্কার-