লাদাখ অচলাবস্থা ইস্যুতে মোদী সরকারকে একহাত নিলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি।সীমান্তে ঠিক কী হচ্ছে, সেটা সরকারকে স্পষ্ট করে জানাতে বলেন তিনি। অনেকের মনে যে প্রশ্ন, সেটা করেছেন ওয়েইসি যে চিন কী ভারতের জমিতে ঘাঁটি গেড়েছে।
সামরিক স্তরে ঠিক কী আলোচনা হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন করেন তিনি। চিনের সঙ্গে পূর্ব লাদাখে চার জায়গায় একেবারে মুখোমুখি ভারতীয় সেনা। রাজনাথ সিং আগে বলেছিলেন যে অনেক সংখ্যক চিনের সেনা ভারতীয় প্রান্তে এসে গিয়েছে।সোমবার যদিও রাজনাথ বলেন যে ভারতের মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর মোদী সরকার। পূর্ব লাদাখে ঠিক কি হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত তিনি সংসদে জানাবেন বলেও আশ্বাস দেন প্রতিরক্ষামন্ত্রী।