আমি মন্ত্রী, আমার কিসের কোয়ারেন্টাইন- বিতর্কে জড়ালেন সদানন্দ গৌড়
Updated: 25 May 2020, 11:04 PM ISTআজকই খুলেছে ঘরোয়া বিমান পরিষেবা। বেঙ্গালুরুতে ল্যান্ড করে গটগট করে হাঁটা দিলেন কেন্দ্রীয়মন্ত্রী সদানন্দ গৌড়। সবাই অবাক, কারণ কর্নাটক সরকার তো নিয়ম করেছে যে রাজ্যে কেউ এলে সাত দিন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাঁকে প্রশ্ন করা হলে অবশ্য প্রায় আকাশ থেকে পড়েন সদানন্দ গৌড়। তাঁর কথা, আমি তো মন্ত্রী, আমার আবার কিসের কোয়ারেন্টাইন। নিজেকে ডাক্তারদের সঙ্গে তুলনা করে তিনি বলেন যে তাহলে কী চিকিত্সকদের হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না?তিনি বলেন যে ওষুধের যোগানের বিষয় বৈঠকের জন্য তিনি এসেছেন।
কিন্তু এতে অবশ্য বিতর্ক থামেনি। শেষে কর্নাটক সরকার একটা সংশোধিত গাইডলাইনস দেয় যেখানে বলা হয় রাজনীতিবিদদের ছাড় দেওয়া হবে কোয়ারেন্টাইন হওয়া থেকে।