টাকা তছরুপ করেছেন তবলিগি জামাতের নেতা মৌলানা সাদ। এই অভিযোগে মামলা দায়ের করেছে ইডি।তবে আপাতত তিনি কোথায় আছেন, এই নিয়ে রয়েছে ধোঁয়াসা।
সাদের আইনজীবীর অবশ্য দাবি, তাঁর মক্কেল সহযোগিতা করছেন তদন্তকারীদের সঙ্গে। এর আগে এনডেমিক ডিজিজ অ্যাক্টের ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের সংগঠিত অনুষ্ঠান থেকে ভারতে অনেকটা ছড়িয়েছে করোনা ভাইরাস। মোট আক্রান্তের প্রায় ৩০ শতাংশ তবলিগি জামাতের সদস্য।