ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশানে আনুষ্ঠানিক ভাবে ভাইস প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। নভেম্বরে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন জো বাইডেন। জো হোয়াইট হাউসে গেলে ভাইস প্রেসিডেন্টের পদে আসীন হবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা।
মনোনয়ন নেওয়ার পর কমলা বলেন যে আজ তাঁর একটাই আক্ষেপ, যে তাঁর মা এই দিনটি দেখতে পারলেন না। চেন্নাইয়ে জন্মেছিলেন কমলার মা শ্যামলা গোপালান হ্যারিস। কমলা বলেন যে মানুষের জন্য কাজ করার জন্য তাঁকে অনুপ্রেরণা ও শিক্ষা দিয়েছিলেন তাঁর মা। অমৃতলোক থেকে তাঁর মা নিশ্চয়ই এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছেন, বলে আশা প্রকাশ করেন কমলা হ্যারিস।