ফের চিন ইস্যুতে মোদীকে বিঁধলেন রাহুল গান্ধী। রাহুলের দাবি যে চিন অনুপ্রবেশ করার সাহস দেখিয়েছে কারণ তারা জানে মোদী নিজের ইমেজ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবেন না। সেই কারণে তিনি ভারতের ১২০০ বর্গ কিমি চিনকে দিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন কংগ্রেস সাংসদ। নিজের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে মোদী অসত্য বলেছেন, এই অভিযোগও করেন তিনি। প্রসঙ্গত চিন নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন চিন দেশের এক ইঞ্চি জমিও দখল করেনি। সেই মন্তব্যটি নিয়ে বারবার কেন্দ্রকে একঘরে করার চেষ্টা করেছে কংগ্রেস। এদিনও তার কসুর হল না।