নিজের নতুন বইয়ে রাহুল গান্ধীকে নিয়ে বিদ্রুপ করেছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ব্যারাক ওবামা। তাঁর কথায় রাহুল হচ্ছেন সেই সব ছাত্রদের মতো যারা খুব অধীর তাঁর টিচারকে ইমপ্রেস করার জন্য কিন্তু মনে হয় বিষয়বস্তুতি রপ্ত করার মতো ক্ষমতা বা প্যাশন নেই। এই উক্তি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে।
কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন যে তাঁরা এই নিয়ে কোনও মন্তব্য করবেন না। তবে দলের আরেক বরিষ্ঠ নেতা তারিক আনওয়ার বলেছেন যে সেই রাহুল গান্ধী আর নেই। যত দিন যাচ্ছে রাহুল রাজনীতির পাঠ শিখছেন আরও বিচক্ষণ হয়ে উঠছেন। একই সঙ্গে তারিক বলেন ওবামার সঙ্গে রাহুলের কোনও দীর্ঘ আলোচনা হয়নি, অল্প কথা হয়েছিল। সেটি থেকে কোনও উপসংহারে আসা উচিত নয় বলেই তিনি মনে করেন।