করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভোপালে আগামী ৪ অগস্ট পর্যন্ত লকডাউন চলবে। তাছাড়াও কীভাবে করোনার মোকাবিলা করা যাবে, তার নিদান দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তিনি বলেন, ‘একইভাবে ২৫ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় পাঁচবার হনুমান চালিশা পড়ুন। লকডাউন ৪ তারিখ শেষ হলেও আমরা ৫ অগস্ট পর্যন্ত সেই হনুমান চালিশা পাঠ করব। ওইদিনই অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যহবে। সেদিন আমরা দীপাবলির মতো উদযাপন করব, প্রদীপ জ্বালাব, সন্ধ্যা সাতটায় পাঁচবার হনুমান চালিশা পড়ব এবং আরতি করব। দেশের সর্বত্র মানুষ যখন একসঙ্গে হনুমান চালিশা পাঠ করবেন, তখন তা নিশ্চিতভাবে কাজ করবে এবং আমরা করোনা-মুক্ত হব। এটা ভগবান রামের কাছে আমাদের প্রার্থনা।’ আর কী দাওয়াই দিয়েছেন বিজেপি সাংসদ, শুনে নিন ভিডিয়োয় -