HTLS2020- কাজ না করলে ছেড়ে দাও বা অবসর নাও, আমলাদের স্পষ্ট বার্তা গডকড়ির
Updated: 27 Nov 2020, 10:09 PM ISTHindustan Times Leadership Summit-এ এসে নিজের ভাইরাল ভিডিও নিয়ে সবিস্তারে ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। কিছুদিন আগে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন জাতীয় সড়ক নিগমের কিছু কর্তাদের। মূলত দীর্ঘসূত্রিতার জন্যই তাদের একহাত নেন বর্ষীয়ান বিজেপি নেতা। সেই প্রসঙ্গে গডকড়ি বলেন যে তিনি কর্মঠ মানুষদের হেয় করতে চান না। ওই সভায় তিনি সেই কথা বলেছিলেন কারণ দুই বছরের কাজ হতে ১২ বছর লেগেছিল। গডকড়ি বলেন যে অনেকেই ভালো কাজ করছে, কিন্তু কিছু লোক আছে যারা দায়িত্বভার ঠিক করে পালন করছে না, নিজের বাড়ির কাজ মনে করে করছে না, গা এলিয়ে দিচ্ছে। তাদেরকে তিনি বলেছেন যে ছেড়ে দাও বা রিটায়ার করে যাও বলে সাফ জানান নীতিন গডকড়ি।