করোনায় মৃত এক ব্যক্তির পরিবারের লোকদের কোয়ারেন্টাইনে নিয়ে যেতে গিয়ে মার খেলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক ডাক্তার। আহত এক স্বাস্থ্যকর্মীও।
হাসপাতালে ভর্তি চিকিত্সক জানালেন কীভাবে স্থানীয়রা এসে তাদের মারতে শুরু করেন। বেগতিক দেখে অ্যাম্বুলেন্স চালক ও তার হেল্পার পালিয়ে গেলেও মার খেয়ে যান চিকিত্সক।
যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ৭৩৫, মৃত ১১।