দুইবার অক্সিজেন কমেছে। দেওয়া হচ্ছে এমন ওষুধ যেগুলি খুবই সংকটজনক কোভিড রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতে বলেছে হু। তা সত্ত্বেও ভোটের আগে রাজনৈতিক চমক দিতে পিছপা হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। অশক্ত শরীরেই তাই হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন সমর্থকদের সঙ্গে দেখা করতে।
রবিবার টুইটারে ট্রাম্প বলেন যে তিনি এখন বুঝতে পারছেন করোনা কি জিনিস, একেবারে স্কুলের পাঠের মতো করে তাঁর কাছে স্পষ্ট হচ্ছে। আগের চেয়ে অনেক ভালো ভাবে তিনি পরিস্থিতি অনুধাবন করতে পারছেন বলে জানান মার্কিন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি জানান যে হাসপাতালের বাইরে যারা অপেক্ষা করছে তাদের তিনি একটু চমক দিতে চান।
তারপরেই দেখা যায় হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি করে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি। কেন করোনা আক্রান্ত ট্রাম্প আইসোলেশন নিয়ম ভাঙলেন ও সিক্রেট সার্ভিসের সঙ্গে যুক্তদের সম্ভাব্য ঝুঁকির মুখে ফেললেন, সেই নিয়ে প্রশ্ন থেকেই গেল।