চিন সীমান্ত পেরোয়নি, এই সংক্রান্ত মোদীর বক্তব্য নিয়ে আক্রমণ চালিয়ই যাচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধীর পর এবার কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীও এই ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন।
সনিয়ার দাবি যে নিজের প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী যা বলছেন, তার পরস্পরবিরোধী দাবি করছেন প্রধানমন্ত্রী।
যদি চিন অনুপ্রবেশ না করে থাকে, তাহলে ভারতীয় সেনাদের মৃত্যু হল কেন, এই প্রশ্ন করেন কংগ্রেসনেত্রী। চিন যে জমি কেড়ে নিয়েছে, কীভাবে তা ফেরত নেবে ভারত, ভিডিও বার্তায় এই প্রশ্নও করেন সনিয়া।