বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: সে এক লড়াকু মেয়ের কাণ্ড! বৃদ্ধার হার ছিনতাই দেখেই ঝাঁপিয়ে পড়ল ১০ বছরের নাতনি, পগারপার দুষ্কৃতী

Video: সে এক লড়াকু মেয়ের কাণ্ড! বৃদ্ধার হার ছিনতাই দেখেই ঝাঁপিয়ে পড়ল ১০ বছরের নাতনি, পগারপার দুষ্কৃতী

সদ্য ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এই ঘটনা মহারাষ্ট্রের পুনের। সেখানে এক ১০ বছরের মেয়ের তৎপরতায় রোখা গিয়েছে চুরির ঘটনা। সিসিটিভি বন্দি এই ফুটেজে গোটা পরিস্থিতি উঠে এসেছে। দেখা যাচ্ছে, এক বৃদ্ধা যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তাঁর কাছে এসে দাঁড়ায় স্কুটি আরোহী এক ব্যক্তি। আচমকাই বৃদ্ধার গলার হার ছিনিয়ে নিতে যায় ওই ব্যক্তি। এদিকে, বৃদ্ধার সঙ্গে ছিলেন তাঁর দুই নাতনি। তাদের মধ্যে একজনের বয়স ১০ বছর। নাতনিরা ওই বৃদ্ধার সঙ্গে হইচই শুরু করে চোরকে রুখে দেয়। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আপাতত ভাইরাল।