বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু তিন জঙ্গির

শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু তিন জঙ্গির

জম্মু-কাশ্মীরের শোপিয়ানে ফের নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত জঙ্গিরা। সূত্রের মাধ্যমে খবর পেয়ে জঙ্গিদের ধরতে শোপিয়ানের আমশিপোরা এলাকায় ভোররাতে তল্লাশি চালায় যৌথ বাহিনী। 

জঙ্গিরা গুলি চালালে পালটা আক্রমণ করে নিরাপত্তা বাহিনী। এতেই কম করে তিনজন জঙ্গি মারা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ মুখপাত্র। এই নিয়ে জুন থেকে ৪৮ জন জঙ্গি খতম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।