আর একদিন পরেই অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেন আরও এক পুরোহিত। সেই ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস (৮২) 'হিন্দুস্তান টাইমস'-কে বলেন, 'অবশ্যই, এটা চিন্তার বিষয়। এখানে দৈনন্দিন রীতিনীতি পালন করা দলের সদস্য প্রেমকুমার তিওয়ারি। আমরা সবাই মন্দিরের এক জায়গায় থাকি। আমারও কয়েকটি সমস্যা আছে এবং আমিও যুবক নয়।' যদিও আরও এক পুরোহিতের করোনা আক্রান্তের খবরকে তেমন ভ্রূক্ষেপ দিতে রাজি নন জেলা প্রশাসনের আধিকারিকরা। এক আধিকারিক বলেন, 'আমরা অনেক মানুষের করোনা পরীক্ষা করেছি এবং আমরা সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় না, অনুষ্ঠান ঘিরে আদৌ কোনও ঝুঁকি আছে।' বিস্তারিত দেখুন ভিডিয়োয় -