হাজার হাজার মানুষ জমায়েত করেছিল। তারা মঙ্গলবার রাতে বেঙ্গালুরুতে থানায় ভাঙচুর চালায় বলে জানান এক প্রত্যক্ষদর্শী। হামলা চালানো হয় কংগ্রেস বিধায়ক আখান্দা শ্রীনিবাস মূর্তির বাড়িতে। পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। ওই বিধায়কের ভাইপোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এক নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। যদিও যুবকের দাবি, তিনি সেই পোস্ট করেননি এবং তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। হিংসায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অতিরিক্ত কমিশনার পদমর্যাদার এক আধিকারিক-সহ ৬০ জন পুলিশকর্মী। ডিজে হাল্লি এবং কেজি হাল্লি থানা এলাকায় কার্ফু জারি করা হয়েছে। পুরো বেঙ্গালুরুতেই ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -