বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: কাশ্মীর ইস্যুতে UN-এ 'ডাহা ফেল' পাকিস্তান!কার্যত মেনে নিলেন বিলাওয়াল, ভারতকে 'বন্ধু' সম্বোধন

Video: কাশ্মীর ইস্যুতে UN-এ 'ডাহা ফেল' পাকিস্তান!কার্যত মেনে নিলেন বিলাওয়াল, ভারতকে 'বন্ধু' সম্বোধন

শেষমেশ কাশ্মীর নিয়ে ঢোঁক গিলতে বাধ্য হল পাকিস্তান! সদ্য পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এই বিষয়ে মুখ খোলেন। তিনি জানান, রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যুকে 'সেন্টার'এ আনতে পাকিস্তান ব্যর্থ হয়েছে। আর এর নেপথ্যে ভারতের তাবড় প্রভাব রয়েছে বলেও তিনি স্বীকার করে নেন। ৩৪ বছর বয়সী বিলাওয়াল তাঁর বক্তব্যে ভারতকে 'বন্ধু' বলে আখ্যা দেন। বক্তব্যের শুরুতে ভারতকে 'প্রতিবেশী দেশ' বলে আখ্যা দিতে গিয়েও পরে তিনি 'বন্ধু' আখ্যা দেন। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে যতবারই রাষ্ট্রসংঘে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সরব হয়েছে... ততবারই ভারত তা নিয়ে পাল্টা বার্তা দিয়েছে। বিলাওয়াল বলেন,'যখনই কাশ্মীর ইস্যু তুলে ধরা হয়, আমাদের বন্ধুরা ... প্রতিবেশী দেশগুলি জোরদার বিরোধিতা করে।'