‘না ঘুষ খাব, না খেতে দেব’, এই প্রতিশ্রুতি দিয়েই কে... more
‘না ঘুষ খাব, না খেতে দেব’, এই প্রতিশ্রুতি দিয়েই কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই দলেরই সাংসদের মুখে দুর্নীতি নিয়ে ‘বোঝাপড়ার’ সুর। মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্ধন মিশ্র এক জনসভায় বলেন, ’১৫ লক্ষ পর্যন্ত দুর্নীতি হতে পারে।’ সাংসদের যুক্তি, ‘৭ লক্ষ খরচ করে এই নির্বাচনে জিতেছেন কোনও এক প্রার্থী, পরবর্তী নির্বাচনের জন্য তার আরও ৭ লক্ষ লাগবে।‘ দেখুন ভিডিয়ো -