কেন্দ্রের আনা তিন কৃষি আইনের বিরোধিতায় গড়ে ওঠা আন... more
কেন্দ্রের আনা তিন কৃষি আইনের বিরোধিতায় গড়ে ওঠা আন্দোলনের ‘মুখ’ তিনি। সেই রাকেশ তিকায়েতের মুখেই কালি ছিটিয়ে দেওয়া হল বেঙ্গালুরুতে। মাইক দিয়ে তাঁর উপর ‘হামলা’ চালায় দুষ্কৃতীরা। পরে সেখানে চেয়ার ভাঙুচুর চলে। দেখুন ভিডিয়ো -