Video:মুখ্যমন্ত্রীর জন্মদিনে আস্ত উট 'উপহার' নিয়ে ঢুকলেন দলীয় কর্মী! স্ট্যালিনকে ঘিরে কী ঘটল?
Updated: 03 Mar 2023, 04:19 PM ISTআস্ত উট নিয়ে তাঁদের ঢুকে পড়তে দেখা গেল বিলাসবহুল ভবনের ভিতর। উটের ওপর তখন কাপড় ঢাকা দেওয়া রয়েছে। এভাবেই প্রাণিটিকে নিয়ে এসে ঘরের ভিতর থাকা এমকে স্ট্যালিনকে চমকে দিলেন কর্মী। উপলক্ষ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের জন্মদিন। আর সেই উপলক্ষ্যকে সামনে রেখে চলেছে উদযাপন। সেই উদযাপনের মাঝেই আচমকা উট নিয়ে হাজির হয়েছিলেন এক ডিএমকে কর্মী। উদ্দেশ্য ছিল সেই উট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমনকে স্ট্যালিনকে উপহার দেওয়া। গত ১ মার্চ ছিল ডিএমকের দোর্দণ্ডপ্রতাপ নেতা এমকে স্ট্যালিনের জন্মদিন। তাঁর ৭০ তম জন্মদিন উপলক্ষ্যেই আয়োজিত হয়েছিল এই উপহার। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।