বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অব্যাহত আমেরিকা-চিন টানাপোড়েন। কয়েকদিন আগেই কোভিড রুখতে ব্যর্থতার জেরে হু-কে সাময়িক ভাবে টাকা না দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই সুযোগেই মাঠে নেমে পড়ল চিন।
করোনা মোকাবিলায় অতিরিক্ত ৩০ মিলিয়ন ডলার দেবে চিন। আগে থেকেই ২০ মিলিয়ন ডলার দিত তারা। প্রসঙ্গত, আমেরি্কার অভিযোগ যে চিনের সঙ্গে আঁতাতের জেরে বহুদিন করোনার বিস্তার ও প্রভাবের বিষয় বিশ্বকে জানায়নি হু। হু প্রধান টেডরোসের বিরুদ্ধে কামান দেগেছেন ডোনাল্ড ট্রাম্প।