বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > কোথা থেকে করোনাভাইরাসের উৎপত্তি জানা দরকার, তদন্তে রাজনীতি জড়াবেন না- WHO

কোথা থেকে করোনাভাইরাসের উৎপত্তি জানা দরকার, তদন্তে রাজনীতি জড়াবেন না- WHO

কোথা থেকে ও কীভাবে সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে গেল, সেটা জানতে যথাসাধ্য চেষ্টা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল টেডরোস ঘেবরেসাস। তিনি বলেন যে উহান থেকেই তদন্ত শুরু হবে। 

ভবিষ্যতে এরকম সংক্রমণ ছড়িয়ে যাওয়া আটকানোর জন্যই এই তদন্ত করা হচ্ছে বলে জানান হু প্রধান। টেডরোস বলেন যে অনেকে এই বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন কিন্তু হু-এর অবস্থান এই নিয়ে স্পষ্ট। তিনি বলেন যে বিষয়টি নিয়ে রাজনীতিকরণ হচ্ছে, যেটি তদন্তের গতিকে বাধা দিচ্ছে। হু যে বিজ্ঞান ভিত্তিক ভাবে কাজ করছে, সেই বিষয়ে সবাইকে আশ্বাস দেন তিনি।