১৬ জানুয়ারি থেকে দেশে করোনা টিকা দেওয়া শুরু হবে। প্রথম দফায় তিন কোটি করোনা যোদ্ধাদের দেওয়া হবে টিকা। এদিন প্রধানমন্ত্রী এই সংক্রান্ত বৈঠক সারলেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তিনি বলেন প্রাথমিক পর্বে টিকাকরণের খরচ সরকারই মেটাবে। তবে বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে সমস্ত মুখ্যমন্ত্রীদের নাশকতার সম্ভাবনা সম্বন্ধে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন দেশ-বিদেশের অনেক শক্তি এই প্রক্রিয়ার মধ্যে বিঘ্ন ঘটাতে পারে। প্রসঙ্গত, সোমবারই পার্চেজ অর্ডার চলে গিয়েছে সেরাম ইনস্টিটিউটের কাছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যে রাজ্যে পৌঁছে যাবে করোনা টিকা।