বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Covid vaccine update- প্রস্তাবিত টিকার একটিও কাজ করবে, এমন গ্যারান্টি নেই, জানালেন WHO প্রধান

Covid vaccine update- প্রস্তাবিত টিকার একটিও কাজ করবে, এমন গ্যারান্টি নেই, জানালেন WHO প্রধান

সারা বিশ্ব দিন গুণছে কবে আসবে করোনা টিকা। বিভিন্ন সম্ভাব্য টিকার প্রত্যেক মুহূর্তের আপডেট ফলো করছেন সবাই। সেই পরিস্থিতিতে হতাশাজনক কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)প্রধান টেডরোস ঘেবরেসাস। 

তিনি বলেন এমন কোনও নিশ্চয়তা নেই যে সম্ভাব্য টিকাগুলির একটিও কাজ করবে। এই মুহূর্তে  দুশোর বেশি টিকা ট্রায়াল স্টেজে আছে। অনেক রাজনীতিবিদ বলছেন বছরের শেষেই আসবে টিকা। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন যে আগামী বছরের শুরুতে টিকা আসবে। 

কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি। তিনি বলেন যে এমন কোনও গ্যারান্টি নেই যে কোনও একটা টিকা কাজ করবে। তিনি বলেন যত বেশি সংখ্যক টিকার পরীক্ষা হবে, তত নিরাপদ ও কার্যকারী প্রতিষেধক পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ইতিহাস ঘেঁটে হু প্রধান বলেন যে অতীত সাক্ষী কিছু টিকা কাজ করে, কিছু ব্যর্থ হয়।