Video: গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া! অবৈধ আবগারী নীতি ইস্যুতে CBIএর জেরার পরই গ্রেফতারি
Updated: 26 Feb 2023, 11:15 PM ISTরবিবার টানা ৯ ঘণ্টা জেরার পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল সিবিআই। উল্লেখ্য, দিল্লিতে কেজরিওয়াল সরকারের আওতায় আবগারী নীতি ঘিরে ছিল বহু দুর্নীতির অভিযোগ। যে নীতি বর্তমানে লাগু নেই। জানা গিয়েছে, সেই দুর্নীতি মামলায় সিবিআই আজ ম্যারাথন জেরা করে মণীশ সিসোদিয়াকে। জেরায় সিবিআই সন্তুষ্ট না হওয়ায় এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। রবিবার সকালেই সিসোদিয়াকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। সকালে সিবিআই দফতরে যাওয়ার আগে মণীশ জানিয়েছিলেন তিনি জেল যাওয়া নিয়ে ভীত নন। এদিকে, মণীশ সিবিআই দফতরে আসতেই ঘটনার প্রতিবাদে ফেটে পড়েন আম আদমি পার্টির সমর্থকরা। প্রতিবাদীদের আটক করে পুলিশ। এরপর সন্ধ্যা গড়াতেই খবর আসে, গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।