দেওঘরে উদ্ধারকাজ চলাকালীন মৃত্যু হল আরও এক পর্যটকে... more
দেওঘরে উদ্ধারকাজ চলাকালীন মৃত্যু হল আরও এক পর্যটকের। আজ এক পর্যটককে রোপওয়ে থেকে নিচে নামানোর সময় দড়ি ছিঁড়ে বিপত্তি ঘটে। জানা গিয়েছে, সেই মহিলাকে সর্বশেষে উদ্ধার করতে উড়ে গিয়েছিল হেলিকপ্টার। উদ্ধারের সময় মহলি অচৈতন্য অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। দেখুন সেই মর্মান্তিক ক্ষণের ভিডিয়ো -