জয়সলমিরে ট্যাঙ্কে চড়লেন মোদী, জওয়ানদের দিলেন দীপাবলির মিষ্টি, দেখুন ভিডিয়ো Updated: 14 Nov 2020, 07:57 PM IST লেখক Ayan Das ক্ষমতায় আসার পর টানা সাত বছর জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি জয়সলমিরের লোঙ্গেওয়ালা সেনা ছাউনিতে যান। সেখানে জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন। চড়েন অর্জুন ট্যাঙ্কে। জওয়ানদের মিষ্টিও দেন। দেখুন সেই ভিডিয়ো -