Durga Puja 2022 in Germany: ভারত থেকে নিয়ে যাওয়া হয় না, জার্মানিতেই তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা। সেভাবেই এরল্যাঙ্গেনে দুর্গাপুজো করছেন তিনটি বাঙালি পরিবার ও পড়ুয়ারা। একেবারে সাবেকি ধাঁচে জার্মানিতেই একচালার প্রতিমা তৈরি হয়। নিয়ম মেনে কাঠামো পুজোও করা হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -