Updated: 22 Dec 2021, 06:40 PM IST
লেখক Sritama Mitra
দেশের বিভিন্ন প্রান্তে কার্যত দাপুটে ইনিংসে মেতেছে শীত। ইতিমধ্যেই হাড়কাঁপানো ঠান্ডার জেরে শীতবস্ত্ররা একে একে আলমারি থেকে বেরিয়ে পড়েছে! এই কনকনে ঠান্ডায় দেশের বিভিন্ন প্রান্তে পশুপ্রাণীদের ঘিরেও উঠে আসছে আসছে নানান ছবি! অসমের কাজিরাঙায় 'ওয়াইল্ড লাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজারভেশন'-এ দেখা গেল এক পুচকে হাতির গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হচ্ছে। আর কম্বলের আরাম পেয়ে আদুরে হাতি বেশ বহাল তবিয়তে এলাকা দাপাচ্ছে। শুধু যে হাতির জন্য এমন ব্যবস্থা হয়েছে তা নয়। উত্তরপ্রদেশে তীব্র শৈত্য প্রবাহের জেরে লখনউ চিড়িয়াখানায় সাপের জন্য ব্যবস্থা করা হয়েছে রুম হিটারের।