যুদ্ধ-মহামারীর সময় বাঁচতে বাংকার তৈরি করছে এই সংস্থা, অর্ডার আসছ প্রচুর Updated: 08 May 2023, 10:32 PM IST Deutsche Welle ‘যুদ্ধ ও মহামারীর মতো সংকট আজ আর শুধু ইতিহাসের পাতায় সীমিত নেই৷ ইউরোপের মানুষ হাড়ে হাড়ে সেই অভিজ্ঞতার মুখে পড়ছেন৷ পোল্যান্ডের এক কোম্পানি বিত্তবান মানুষের নিরাপত্তার অভিনব ব্যবস্থা করছে৷’